আমরা যারা নব্বইয়ের দশক গায়ে মেখে বড় হয়েছি, তারা জানি কীভাবে বাংলা গানে বসন্ত এসেছিল কোনও এক অশ্রুতপূর্ব শিল্পীর একটা অ্যালবামের বারোটি গানে। 'তোমাকে চাই' অন্যধারার বাংলা গানকে মূলধারার সরণিতে এনে ফেলেছিল ঠিকই, কিন্তু কী করে ভুলে যাই অরুণেন্দু দাস থেকে মহীনের ঘোড়াগুলি হয়ে রঞ্জন প্রসাদ বা নগর ফিলোমেলের সুদীর্ঘ ত্রিশ বছরের প্রস্তুতিপর্বকে? অন্য ধারার বাংলা গানের গতিপ্রকৃতি খোঁজা ও আর্কাইভিং এর উদ্দেশ্য নিয়েই খোলা হল এই ব্লগ... সবার সহযোগিতা কাম্য।
এই পৃষ্ঠায় সঙ্কলন করা হবে খুঁজে পাওয়া গানগুলোকে। বর্ণানুক্রমিক সজ্জায় সজ্জিত এই তালিকায় থাকা যে কোনও গানের তত্বতালাশ করতে হলে সেই গানের উপর গিয়ে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন