আমরা যারা নব্বইয়ের দশক গায়ে মেখে বড় হয়েছি, তারা জানি কীভাবে বাংলা গানে বসন্ত এসেছিল কোনও এক অশ্রুতপূর্ব শিল্পীর একটা অ্যালবামের বারোটি গানে। 'তোমাকে চাই' অন্যধারার বাংলা গানকে মূলধারার সরণিতে এনে ফেলেছিল ঠিকই, কিন্তু কী করে ভুলে যাই অরুণেন্দু দাস থেকে মহীনের ঘোড়াগুলি হয়ে রঞ্জন প্রসাদ বা নগর ফিলোমেলের সুদীর্ঘ ত্রিশ বছরের প্রস্তুতিপর্বকে? অন্য ধারার বাংলা গানের গতিপ্রকৃতি খোঁজা ও আর্কাইভিং এর উদ্দেশ্য নিয়েই খোলা হল এই ব্লগ... সবার সহযোগিতা কাম্য।
ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করছি কালানুক্রমিক ভাবে কাজ করতে। অরুণেন্দু দাস, মহীনের ঘোড়াগুলি, নগর ফিলোমেল, রঞ্জন প্রসাদ, প্রতুল মুখোপাধ্যায় - এ ভাবেই এগিয়ে চলেছি। চন্দ্রবিন্দুর পালা শিগগিরিই আসবে, তখন অবশ্যই খুঁজে পাবেন। ততদিন পাশে থাকুন।
লা জবাব ! খুব শিগ্গিরি আরো বেড়ে উঠুন। 'চন্দ্রবিন্দু'র অ্যালবাম খুঁজে পেলাম না ...
উত্তরমুছুনধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করছি কালানুক্রমিক ভাবে কাজ করতে। অরুণেন্দু দাস, মহীনের ঘোড়াগুলি, নগর ফিলোমেল, রঞ্জন প্রসাদ, প্রতুল মুখোপাধ্যায় - এ ভাবেই এগিয়ে চলেছি। চন্দ্রবিন্দুর পালা শিগগিরিই আসবে, তখন অবশ্যই খুঁজে পাবেন। ততদিন পাশে থাকুন।
উত্তরমুছুন